কাঁথি পুরসভায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল অধিকারী গড়। একদা দোর্দণ্ডপ্রতাপ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর কাঁথিতে লজ্জার হার বিজেপির। গেরুয়া শিবির লড়াইয়ে থাকা তো দূরের কথা সম্মানজনক ফলও করতে পারল না। কাঁথির ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, বিজেপি ৩টি ও ১টি ওয়ার্ডে নির্দল জয়লাভ করেছে।
উত্তর কাঁথির বিধায়ক সুনীতা সিংও পরাজিত হয়েছেন। শুধু তাই নয় অধিকারী পরিবারের খাসতালুক ১৫ নম্বর ওয়ার্ডেও হেরেছে বিজেপি। এই ওয়ার্ডেরই ভোটার শুভেন্দুর পরিবার। সব মিলিয়ে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দুর এলাকাতেই ভরাডুবি হয়েছে বিজেপির।
বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে পালাবদলের গর্জন শোনা গিয়েছিল শুভেন্দুর মুখে। একের পর এক মামলা আন্দোলনে তৃণমূলকে জেরবার করার কৌশল তাঁর নিজের এলাকাতেই ধোপে টিকল না। এরপর বিজেপির অন্দরে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। এত হম্বিতম্বি সত্বেও নিজের এলাকাতেই ব্যর্থতার দায় তাঁকে নিতেই হবে। বলে মনে করছে রাজনৈতিক মহল। কাঁথির এই লজ্জাজনক পরাজয়ে স্বভাবতই দলীয় নেতৃত্বের সামনে তিনি যে চরম অস্বস্থিতে পড়বেন তা বলাই বাহুল্য। গোটা রাজ্যে ছাপ্পা-রিগিংয়ের অভিযোগ তুলেও কাঁথির হার তাঁকে বেগ দেবে।
Be the first to comment