বন্যা বিধ্বস্ত কেরলের পাশে নানা ভাবেই দাঁড়িয়েছে এ রাজ্য। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে বহু সংগঠন, এগিয়ে আসতে শুরু করেছে রাজনৈতিক দলগুলিও। এ বার উদ্যোগী হলেন পরিবহণ মন্ত্রী তথা তমলুকের তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীও।
শুভেন্দু অধিকারী পরিচালিত কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এবং বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি সম্মিলিত ভাবে এগিয়ে এলো কেরলের বন্যাকবলিত মানুষদের সাহায্যার্থে।
এই ব্যাঙ্কগুলির চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর উদ্যোগেই কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হল ২০ লক্ষ টাকা। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের পক্ষ থেকে দশ লক্ষ, কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে পাঁচ লক্ষ এবং বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা সংগ্রহ করা হয় এই উদ্দেশ্যে।
Be the first to comment