মমতা বড় প্রার্থী নন, হারিয়ে দেবঃ শুভেন্দু অধিকারী

Spread the love

নন্দীগ্রামে লড়াইয়ের আবহে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন বলে ফের আত্মবিশ্বাসের সুর শোনা গেল শুভেন্দুর গলায়। এদিন চণ্ডীপুরের সভায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বলেন, মাননীয়াকে হারাব নন্দীগ্রামে। চিন্তার কোনও কারণ নেই। উনি আমার কাছে বড় প্রার্থী নয়। উল্লেখ্য, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে আধ লাখেরও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু।

এদিন চণ্ডীপুরের সভায় তৃণমূলনেত্রীর চণ্ডীপাঠ নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠ মোবাইলে শোনান শুভেন্দু। তৃণমূলনেত্রীর চণ্ডীপাঠ ভুল বলে দাবি করেছেন শুভেন্দু। আসল চণ্ডীপাঠের সঙ্গে মমতার চণ্ডীপাঠ শোনান তিনি।

উল্লেখ্য, এর আগেও প্রাক্তন দলনেত্রীর ভুল চণ্ডীপাঠ নিয়ে সোচ্চার হয়েছিলেন শুভেন্দু। টুইটারে প্রাক্তন দলনেত্রীকে বিঁধে শুভেন্দু লিখেছিলেন ‘এর আগে ভগবান রাম’কে একাধিকবার অপমান করেছেন মুখ্যমন্ত্রী। ভুল সরস্বতী মন্ত্র পাঠ করেছেন। ফের প্রকাশ্য জনসভা থেকে ভুল মন্ত্র পাঠ করলেন তিনি। এভাবেই বাংলার সংস্কৃতিকে বারবার অপমান করেছেন তিনি। যে বাংলাকে অপমান করে, তাকে বাংলার জনতা চায় না।’

এদিন শিশির-পুত্র বলেন, ‘হঠাৎ করে চণ্ডীপাঠের কথা মনে পড়েছে। তৃণমূল দলটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তুষ্টিকরণ করছে।’ তৃণমূলনেত্রীর হিন্দি নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘দারুণ হিন্দি!’

মমতার পাশাপাশি তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন ফের টার্গেট করেছেন শুভেন্দু। এদিন বিজেপি নেতা বলেন, ‘আমার মেরুদণ্ড সোজা। তাই এই কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছি। তোলাবাজ ভাইপো, আমার বাপ তুলেছে। বিদ্যাসাগর, মাতঙ্গিনি হাজরাকে অপমান করেছেন। অপেক্ষা করুন, শিশিরবাবু থাকবেন মোদীজির সভায়। আমি অমিতজির সভায় ২১ তারিখ এগরার সভায় যেতে বলব।’

অন্যদিকে, নন্দীগ্রাম (১) এর বয়ালের কর্মিসভা থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন। এর আগে, লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎপর্বে চাঞ্চল্যকর মন্তব্য করেন সাংসদ শিশির অধিকারী। নন্দীগ্রাম থেকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়ার সিদ্ধান্ত নিলেন? শিশিরকে এই প্রশ্ন করেন লকেট।

জানা যায়, জবাবে শিশির বলেছেন, ‘শুভেন্দুকে শেষ করতে এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ করতে চান। আমি শুভেন্দুকে শেষ করব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*