অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু অধিকারী ৷ শুভেন্দুর নাম না করে রবিবার ডায়মন্ড হারবারে সভা থেকে অভিষেক বলেন, নিজের ঘরেই তো তৃণমূল, পদ্ম ফোটাতে পারেননি, বাংলায় কী করে পদ্ম ফোটাবেন ৷ মঙ্গলবার সেই কটাক্ষের জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন খড়দহে সভা থেকে জবাবে শুভেন্দু বলেন, সবে তো শুরু, আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে, তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব৷
শুভেন্দু আরও বলেন, এখনও বাসন্তী পুজো আসেনি। রাম নবমী হয়নি। এখন পদ্ম কুড়ি রয়েছে। ফুটবে তো। রাম নবমীতে ফুটবে। আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে। তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব ৷
আজ খড়দহের মঞ্চে প্রায় আধঘণ্টার ভাষণে শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি নেতা ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়কে তুলোধনা করেন তিনি ৷ পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, কর্মসূচির সমালোচনাও শোনা যায় তাঁর গলায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন, রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, আশা কর্মীর বেতন নেই, আর কিছু বললেই বলেন হাজার টাকা ভাতা ৷ পাশাপাশি এদিন সভার শুরু থেকেই বিজেপি কর্মীদের উপর অত্যাচার নিয়ে সরব হন শুভেন্দু ৷ তৃণমূল কংগ্রেসকে একপ্রকার হুঁশিয়ারি দেওয়ার ভঙ্গিতে বলেন, সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে ৷
Be the first to comment