এবার দলও ছাড়লেন শুভেন্দু অধিকারী৷ বৃহস্পতিবার তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন শুভেন্দু। তবে, চিঠিতে দল ছাড়ার কোনও কারণ তিনি দেখাননি।
উল্লেখ্য, বুধবারই বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য সেইসময় বিধানসভায় ছিলেন না। তাই রিসিভ সেকশনে পদত্যাগপত্র জমা করেন শুভেন্দু। পাশাপাশি অধ্যক্ষকে পদত্যাগপত্র ইমেল করেন। এর আগে মন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু৷
শুভেন্দু অধিকারী নিয়ে জল্পনা আজ নয়। মাঝে কয়েকমাস সময় পেরিয়ে গেছে। যেদিন থেকে তিনি অরাজনৈতিক ব্যানারে সভা করছিলেন, সেদিন থেকেই তাঁর দলের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা শুরু হয়। একে একে মন্ত্রিত্বের পদ, এইচআরবিসি-র পদ থেকে ইস্তফা জল্পনাকে আরও উসকে দেয়। এরপর যে কোনও মুহূর্তে তিনি বিধায়ক পদও ছেড়ে দেবেন বলে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। বৃহস্পতিবার তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা সমস্ত জল্পনার অবসান ঘটায়।
এবার তৃণমূলের সদস্য়পদ থেকেও ইস্তফা দিলেন তিনি।
Be the first to comment