ইস্তফা গৃহীত হলো শুভেন্দু অধিকারীর ৷ গৃহীত হয়েছে তাঁর ইস্তাফাপত্র। বৃহস্পতিবার বিধানসভা ভবনে গিয়ে স্পিকারের সচিবালয়ে বিধায়কপদ থেকে তাঁর ইস্তফাপত্র দিয়ে এসেছিলেন শুভেন্দু। এখন বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ঘরে বৈঠকে বসেছেন তিনি। পাশাপাশি, ইমেলেও স্পিকারকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তিনি।
কিন্তু শুক্রবার স্পিকার বলেন, শুভেন্দুর ইস্তফাপত্র ‘বৈধ’ নয়। কারণ, সেটি সশরীরে এসে তাঁর স্পিকারের কাছে জমা দেওয়ার কথা ছিল। সেইমতো তিনি যান এবং গৃহীত হয় তাঁর ইস্তাফা পত্র।
Be the first to comment