এই লড়াই গ্রামের সঙ্গে শহরের, তৃণমূলকে এরপরে উপড়ে ফেলে দিতে হবেঃ শুভেন্দু

Spread the love

রবিবার দাঁতনে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। তিনি আজ বলেন, ‘এই লড়াই গ্রামের লড়াই, জেলার লড়াই। উত্তর কলকাতা পুরনো কলকাতা, আমি বলব সঙ্গ দিন। হাওড়া পুরনো শহর বলব সঙ্গ দিন। তিনি আরোও বলেন, ‘নাড্ডাজি নাকি ৫০০ জনকে নিয়ে বৈঠক করেছেন! বড় বড় কথা বলেছে। ওটা কর্মকর্তাদের বৈঠক ছিল। এখন মণ্ডল সভাপতি সভা করলেও দশ হাজার জন লোক হবে। এত ক্ষমতা বিজেপির।’

তিনি এদিন বলেন, ‘ডায়মণ্ড হারবার সাব-ডিভিশনে এমন কী ঘটলো বিরোধীরা নমিনেশন দিতে পারেনি। সব বিডিও অফিসের সামনে জেহাদিরা বসে ছিল। অভিযোগ শুভেন্দুর। হেস্টিংসের ঘটনার পিছনে জেহাদিরা, এদিন অভিযোগ তুলেছেন তিনি।’

এদিন শুভেন্দু বলেন, ‘২০১১ সালে ব্রিগেড সমাবেশে দুটি যুব সংগঠন। আমাকে টাইট দিতে হবে তাই। কেন আমি জেলার ছেলে? তাই তৃণমূল যুব সংগঠন আর তৃণমূল যুবা। মাথায় কে? ভাইপো! সিপিএমের ছেঁড়া ছটি পায়ে গলিয়ে সাড়ে ৯ বছর সরকার চালাল। এই লড়াই গ্রামের সঙ্গে শহরের। তৃণমূলকে এরপরে উপড়ে ফেলে দিতে হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*