”ইয়ে ডর বহুত আচ্ছা লাগা”, মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ শুভেন্দুর

Spread the love

বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা অধিবেশন বয়কট করেন বিজেপি বিধায়করা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, হিটলার-মুসোলিনির মতো আচরণ করছে রাজ্যের শাসকদল। শুভেন্দু অধিকারীর মতে, বাংলার মানুষকে অবজ্ঞা করা হচ্ছে রাজ্যে। বিরোধী দলকেও অবজ্ঞা করছে রাজ্যের শাসকদল। এই নজির গোটা দেশে কোথাও নেই বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ”মুখ্যমন্ত্রী ফিয়ার সাইকোসিসে ভুগছেন। সব বুথ ফেরত সমীক্ষা বলছে যোগীজি আবার ক্ষমতায় আসছেন। তাই উনি BJP-র মুখোমুখি হতে চান না। তড়িঘড়ি আজ রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক শেষ করে দেওয়া হল। এ ডর বহুত আচ্ছা লাগা।”

ফের একবার নন্দীগ্রাম বিধানসভার ফলাফল নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ”উনি সেই মুখ্যমন্ত্রী যিনি হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন। ওঁর অটোবায়োগ্রাফিতে লেখা থাকবে, শুভেন্দুর কাছে হেরেছি, হেরেছি, হেরেছি। আগে লোকে বলতNon MLA CM। এখন বলে Compartmental CM।”

বিরোধী দলনেতা আরও বলেন, ”২০০৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ বিধানসভা ভেঙে তছনছ করে দিয়েছিলেন। উনি নিজে স্পিকারের দিকে চাদর ছুঁড়েছিলেন।” একইসঙ্গে তাঁর সংযোজন, ”আমাদের দলের দুই বিধায়ককে অগণতান্ত্রিক পদ্ধতিতে সাসপেন্ড করা হয়েছে।” তিনি জানান, অধিবেশন চলাকালীন প্রতিদিন স্পিকারের কাছে এই সাসপেনশন তুলে নেওয়ার অনুরোধ জানাবেন তিনি। পাশাপাশি, দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এবং সুদীপ মুখোপাধ্যায় বিধানসভার লবিতে অবস্থান বিক্ষোভে বসবেন।

উল্লেখ্য, এদিন মমতার ভাষণের সময় তুলকালাম কাণ্ড হয় বিধানসভায়। মোদীর নামে জয়ধ্বনি, ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন বিজেপি বিধায়করা। গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার চলতি বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ মমতা বলেন, বিজেপি দাঙ্গা সৃষ্টি করে। কিন্তু, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। বাংলায় হুলিগানিজম চালাচ্ছে বিজেপি। নিজেদের এলাকায় জিততে পারে না, আবার বড় বড় কথা।”

গোটা ভাষণেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি এদিন বলেন, ”কেন্দ্রীয় সরকার এক টাকা দেয়নি। লজ্জা করে না। দেশের সর্বনাশ করেছে।” রাজ্য সরকারের দুয়ারে সরকার, দুয়ারে রেশন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মমতা। তাঁর কটাক্ষ, ”আমরা চাই শিল্প হোক। ওরা চায় দুর্ভিক্ষ হোক। দেউচাতে এক লাখ চাকরি হবে। ছোট ও মাঝারি শিল্পের দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ রাজ্যে। বিজেপির বিশ্রাম নেওয়ার দিন আসছে। আবকি বার বিজেপি পগারপাড়।” তাঁর আরও সংযোজন, ”বাংলা উন্নয়নের শিখরে। বাংলায় শান্তিতে এগিয়ে। এভাবে বাংলার উন্নয়ন স্তব্ধ করা যাবে না। ওরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিতে চাইছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*