প্রাক্তন মুখ্যসচিব কী সিক্রেট জানেন, যার জন্য তাঁকে বাঁচাতে এত মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী
বাংলার প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের অহংবোধের জন্য মুখ্যমন্ত্রীর দফতর ও ভারতের সংবিধানকে অসম্মান করেছেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার এই ভাষাতেই সোচ্চার হলেন বিজেপি বিধায়ক।
পাশাপাশি সার্ভিস রুল লঙ্ঘন ও শৃঙ্খলাভঙ্গের জন্য প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানালেন শুভেন্দু।এদিন টুইটারে নন্দীগ্রামের বিধায়ক লিখেছেন, ‘নিজের অহংবোধের জন্য ও মুখ্যসচিবকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর দফতর ও ভারতের সংবিধানকে অসম্মান করেছেন দিদি। প্রাক্তন মুখ্যসচিব কী সিক্রেট জানেন, যার জন্য তাঁকে বাঁচাতে এত মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী? সার্ভিস রুল লঙ্ঘন, শৃঙ্খলাভঙ্গের জন্য প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি জানাচ্ছি’।
সেই সঙ্গে শুভেন্দু আরও লিখেছেন, যেখানে দুর্যোগ, অতিমারীর আবহ রাজ্যে, সেখানে অন্যকে সাহায্য করছেন না, শুধুমাত্র ঘৃণ্য রাজনৈতিক খেলার জন্য।
অন্যদিকে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারনে তাঁর বেতন আড়াই লাখ টাকা ধার্য করা হয়েছে। এ নিয়ে শুভেন্দু বলেছেন, ‘করদাতাদের টাকা লুঠ করা তৃণমূলের শখ। প্রাক্তন মুখ্যসচিব এখন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা,যিনি মাসে আড়াই লাখ টাকা বেতন পাবেন। করদাতাদের কষ্ট করে উপার্জন করা টাকা ব্যয় করার আরও উপায় আছে’।
Be the first to comment