ভবানীপুরেই শুধু উপনির্বাচন কেন? প্রশ্ন তুললেন শুভেন্দু

Spread the love

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে করোনা আবহে উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারীও।

তিনি বলেন, নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে না। তৃণমূল বারবার বলে এসেছে নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হচ্ছে। কিন্তু, আমরা কোনও দিন বলিনি যে তৃণমূলের কথা শুনে চলছে কমিশন। অন্যান্য কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা না করে কেন শুধু ভবানীপুর কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করা হল, এই প্রশ্নের উত্তর দিতে পারবে কমিশনই।’

তাৎপর্যপূর্ণভাবে, একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই হয়েছিল। গোটা দেশের নজর ছিল এই কেন্দ্রের দিকে। স্বল্প ব্যাবধানে জয়ী হয়েছিলেন শুভেন্দু। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। ভোটের ফলাফল ঘোষণা হবে ৩ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৬ তারিখ অবধি। শুধু ভবানীপুর নয়, জঙ্গিপুর, সামশেরগঞ্জেও একই দিনে নির্বাচন।

এদিকে উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, ‘রাজ্যে মোট পাঁচটি আসনে উপনির্বাচন বাকি। কিন্তু, কেন শুধুমাত্র একটি কেন্দ্রের ভোটের দিন ঘোষণা করা হল? কমিশনের সিদ্ধান্ত প্রভাবিত হয়েছে।

অন্য়দিকে, বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেছেন, এই করোনা পরিস্থিতিতে ভোটটা মানতে পারছি না। আমরা এখন পুরভোটও চাইছি না। তিন মাস পরে পুরভোট হোক দল চাইছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*