রাজ্যে ভ্যাকসিন নিয়মিত ব্যবধানে আসলেও সরকারি টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন মিলছে না। গোটা রাজ্যে কার্যত টিকার হাহাকার। ঠিক এমন সময়ে রাজ্যে টিকা বণ্টনে বড় বেনিয়মের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি টুইট করে রাজ্য সরকারকে কিছুটা চাপে ফেললেন তিনি। এমনকি, বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নজরে এসেছে বলেও এ দিনের টুইটে দাবি করেছেন বিরোধী দলনেতা।
মঙ্গলবার রাতে শুভেন্দু অধিকারী একটি টুইট করে লেখেন, “রাজ্যে ভ্যাকসিন বণ্টনের ক্ষেত্রে যে ধরনের অনিয়ম দেখা যাচ্ছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে কথা হওয়ার পরই বেশ কিছু ঘটনা আমার নজরে এসেছে। তাঁর পরামর্শ অনুযায়ী শীঘ্রই আমি এই বিষয়ে একটি রিপোর্ট পাঠাবো।”
অতএব বলা যায় তিনি এই টুইটের মাধ্যমে পরোক্ষে বুঝিয়ে দিতে চেয়েছেন, রাজ্যের টিকাকরণ এবং টিকা বণ্টনের উপরও কড়া নজর রাখছে বিরোধীরা।
Be the first to comment