কাঁথি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির ঘটনায় তদন্তে সিআইডি? চাপ বাড়ছে শুভেন্দুর

Spread the love

কাঁথি সমবায় ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির ঘটনায় এ বার তদন্ত করতে পারে সিআইডি। যে মামলায় শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর নাম সরাসরি জড়িত, সেই মামলায় রাজ্য পুলিশের পাশাপাশি সিআইডি তদন্ত করতে পারে বলে সূত্রের খবর। আর এতে পরোক্ষে শুভেন্দুর ওপর চার তৈরি করার চেষ্টা চলছে বলেও মনে করা হচ্ছে।

সম্প্রতি একাধিক সমবায় ব্যাঙ্কে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কাঁথি মহকুমার তৃণমূল সমবায় সেল সম্প্রতি এই অভিযোগ তুলে ব্যাঙ্কের উচ্চতর আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

জানা গিয়েছে, তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সেইসময় থেকে বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত ওই ব্যাঙ্কগুলিতে বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কাজ হয়েছে। সেই সঙ্গে স্বজনপোষণের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ, বেআইনিভাবে অর্থ লেনদেন হয়েছে। পাশাপাশি ব্যাঙ্কে বেআইনিভাবে গোপনে কয়েকজনের পদোন্নতিও করেছেন বলে অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডি। অন্যদিকে, সূত্রের খবর রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে সিআইডি-র আধিকারিকদের। কোথায়, কোন দুর্নীতি হয়েছে, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এই অবস্থায় সিআইডি-র এই তৎপরতা দেখে মনে করা হচ্ছে শুভেন্দুর নাম থাকা এই অভিযোগে চাপ বাড়াচ্ছে রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*