নন্দীগ্রামের ভোট গণনায় কারচুপির অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমন কি, নন্দীগ্রামে ভোট গণনা নিয়ে প্রয়োজনে আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ তাঁর আরও আরও অভিযোগ, একবার ঘোষণার পরও নন্দীগ্রামে এখন অন্য় ফলের কথা বলা হচ্ছে ৷
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুল্যমূল্য লড়াই চলছে ৷ এ দিন কালীঘাটে নন্দীগ্রামের ভোট গণনা অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ফের প্রশ্ন তোলেন তিনি ৷
মমতা বলেন, ‘নির্বাচন কমিশন বিজেপি-র মুখপাত্রের মতো আমাদের বিরুদ্ধে লড়েছে ৷ নন্দীগ্রাম নিয়ে আমি আগেও যখন প্রশ্ন তুলেছিলাম কেউ বিশ্বাস করেননি ৷ গোটা রাজ্যে এক রকম ফল, আর একটা কেন্দ্রে অন্য ফল হয় কেমন করে? এটা হয় না ৷ তিন ঘণ্টা আগে এক বার ফল জানানোর পর অন্য কথা বলছে ৷ ওখানে ভোট লুট চলছে, কিছু কারচুপি আছেই৷ আমরা আদালতে মামলা করে এর বিরুদ্ধে লড়ব ৷ ওটা একটা মাত্র আসনের বিষয়৷ আসল কথা বাংলা ম্যাচ জিতে গিয়েছে ৷’
তবে নিজের জয় পরাজয় নিয়ে সেভাবে উদ্বেগ না দেখিয়ে দলের বেনজির জয়েই বেশি খুশি মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘নন্দীগ্রাম নিয়ে অতো চিন্তার কিছু নেই ৷ সংগ্রাম করতে গেলে কিছু স্বার্থত্যাগ করতেই হবে ৷ আমি নন্দীগ্রামের জন্য লড়াই করেছি ৷ নন্দীগ্রামের মানুষ রায় দিয়েছেন, আমি মেনে নিয়েছি ৷ আমরা ২২১টি আসনে জিতেছি ৷ বিজেপি ম্যাচ হেরে গিয়েছে ৷’
শুধু নন্দীগ্রামের ভোট গণনা পদ্ধতি নিয়ে নয়, নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধেও তিনি আইনি পথে যেতে পারেন বলে এ দিন জানিয়েছেন তৃণমূলনেত্রী ৷
Be the first to comment