কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের জল এবার গড়াল রাজধানী পর্যন্ত। ভুয়ো ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রাজ্য সরকারের চালু করা পৃথক অ্যাপ নিয়েও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। ভুয়ো ভ্যাকসিন নিয়ে অবিলম্বে কেন্দ্রীয় স্তরে তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু সহ বিজেপি নেতারা।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টিকার জন্য Co-win এর মতো রাজ্যবাসীর জন্য পৃথক অ্যাপ চালু করেছে। সেই অ্যাপকে বেআইনি বলে অভিযোগ তুলেছে বিজেপি। শুভেন্দু এদিন বলেন, ‘ছত্তিশগড়ও এর আগে রাজ্যের জন্য পৃথক অ্যাপ চালু করেছিল। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়।’
৩০ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দিল্লি সফর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তা যে শুধু ভ্যাকসিনের আলোচনাতে সীমাবদ্ধ থাকবে না, তা বলাই বাহুল্য। দিল্লি সফরের কারণ নিয়ে জানতে চাওয়া হলে শুভেন্দু অধিকারী বলেন, এটা আমাদের দলের ভিতরের ব্যাপার। শীর্ষ নেতৃত্ব আমাদের পথপ্রদর্শক। যখনই দরকার পড়বে আলোচনা করতে আসব।
Be the first to comment