বিজেপি বিধায়কদের হুমকির অভিযোগ, রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু

Spread the love

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, বিজেপি বিধায়কদের হুমকির অভিযোগ, ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো সহ একাধিক দাবিতে সোমবার রাজ্যপালের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে বিধানসভা থেকে পায়ে হেঁটে রাজভবনে হাজির হন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ মোট ৫১ জন বিধায়ক এ দিন রাজভবনে যান। যদিও বিজেপিতে থাকা বাকি ২৩ জন বিধায়ক গেলেন না কেন, সেই নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে।

বিধানসভায় পৌঁছনোর পর শুভেন্দুকে পাশে বসিয়ে দীর্ঘ সময় বৈঠক করেন রাজ্যপাল। নজিরবিহীনভাবে সংবাদ মাধ্যমকেও সেই বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়। তা শেষ হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্য সরকারের বিরুদ্ধে চোটপাট শুরু করেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গে হিংসার তাণ্ডবনৃত্য চলছে। আমি রাজ্য প্রশাসনকে আবার বলছি, নিরপেক্ষ ভাবে কাজ করুন। যা এখানে হচ্ছে, তা পৃথিবীর কোনও কোনায় হয় না।” মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, “আপনি গণতন্ত্রকে শেষ নিঃশ্বাসের দিকে নিয়ে যেতে পারেন না।”

https://www.facebook.com/BJP4Bengal/posts/4117695128310733

 ভোট পরবর্তী হিংসা ছাড়াও দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে এ দিন হুঁশিয়ারি দিতে শোনা যায় রাজ্যপালকে। তিনি মনে করিয়ে দেন, বাকি রাজ্যের মতো এ রাজ্যেও দলত্যাগ বিরোধী আইন বলবৎ রয়েছে। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একবার রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।

https://www.facebook.com/BJP4Bengal/posts/4117819004965012

বিজেপির অভিযোগ, হাইকোর্টের নির্দেশের পর জেলায় জেলায় ঘরছাড়া বিজেপি কর্মীরা ঘরে ফিরলেও তাঁদের উপর অত্যাচার চলছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এমনকি বিজেপির বেশ কিছু বিধায়ককেও শাসকদল থেকে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়াতেই এদিন রাজ্যপালের সঙ্গে শুভেন্দু দেখা করলেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যে সব বিজেপি বিধায়কদের হুমকি দেওয়া হচ্ছে তার একটি তালিকাও এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়ের হাতে তুলে দেন শুভেন্দু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*