আজ সিআইডি তলব করেছিল শুভেন্দু অধিকারীকে। তবে সেই তলবের প্রেক্ষিতে ভবানী ভবনে হাজির হলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। মেল পাঠিয়ে তিনি জানান, তিনি রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত। তাই হাজিরা দিতে পারছেন না। এর পাশাপাশি হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মামলার প্রেক্ষিতেই উচ্চ আদালত মৌখিক ভাবে জানিয়ে দিল, এখনই সিআইডির তলবের উত্তর দেওয়ার প্রয়োজন নেই।
এদিকে ভবানী ভবন সূত্রের খবর, টানা কর্মসূচি থাকার ফলে তিনি এদিন আসতে পারছেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে রাজ্য পুলিশের সিআইডিকে শুভেন্দু একথা জানিয়ে একটি ইমেল করেন। তবে প্রয়োজনে ফের তাঁকে তলবি নোটিশ পাঠানো হবে পারে। পাশাপাশি কাঁথিতে গিয়েও ফের এই ঘটনায় তল্লাশি ও তদন্ত করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। কর্মসূচির কথা বলার পাশাপাশি আরও একটি যুক্তি বিজেপি শিবিরের থেকে শোনা যাচ্ছে। বলা হচ্ছে, মামলাটি কলকাতা হাইকোর্টে চলছেই। তাই এর মধ্যে শুভেন্দুকে ফের ভবানী ভবনে ডাকার কোনও মানে হয় না।
নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় তাঁকে তলব করেছে সিআইডি। তারপরই ইমেল করে রাজ্য পুলিশের সিআইডিকে জানিয়েছেন, কর্মসূচি রয়েছে তাই তিনি যেতে পারবেন না। এনিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে সিআইডি দফতরে এদিন দুপুরে ফের একবার বৈঠকে বসতে পারেন গোয়েন্দারা।
Be the first to comment