এবার পাল্টা আক্রমণে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘বুয়া ভাতিজা’ বলে কটাক্ষ করলেন তিনি। এদিন নন্দীগ্রামের পর অর্জুন সিংয়ের খাসতালুক ব্যারাকপুর রোড শো করেন শুভেন্দু। সেখান থেকে তিনি বলেন, বুয়া-ভাতিজাকে হারাতে আমি মাঠে নেমেছি। আপনাদের সকলকে বলে রাখছি, পিসি-ভাইপোর সরকার আর ফিরবে না।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে আক্রমণ করে বলেছিলেন, লজ্জা করে না বাড়িতে ফোঁটাতে পারেনি। তার আবার বড়বড় কথা অর্থাৎ নিজে যোগ দিলেও শুভেন্দুর বাবা শিশির অধিকারী, দুই ভাই এখনও তৃণমূলেই রয়েছেন। তা নিয়ে তৃণমূল নেতাদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে শুভেন্দুকে। এদিন ব্যারাকপুরে রোড শোয়ের পর সেই জবাব ফিরিয়ে দিয়েছেন নতুন বিজেপি নেতা। বলেন, এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমীও আসেনি। আমি বলছি, রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোঁটাবে। আর শুধু আমার বাড়ির লোক কেন? কথা দিচ্ছি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুঁটিয়ে আসব।
Be the first to comment