শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই কালীঘাটে আলু পেঁয়াজ বেচতে হবে। এবার শুভেন্দু অনুগামী ও ঘনিষ্ঠ নেতারাও পাল্টা দিলেন কল্যাণকে।
প্রসঙ্গত, মমতা না থাকলে পুরসভার কাছে আলু বিক্রি করতিস; বৃহস্পতিবারই নাম না করেই শুভেন্দু অধিকারীকে বেনজির আ’ক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়; শুভেন্দু অধিকারীর নাম না করে, পরিষ্কার বললেন; “কটা পেট্রোল পাম্প করেছিস; মমতার নামে”।
তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। এবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই একই বক্তব্য ফিরিয়ে দিল শুভেন্দু অনুগামীরা ও ঘনিষ্ঠ নেতারা।
এদিন এক পোস্টে বলা হয়েছে; ১৯৭০ সাল থেকে শিশির অধিকারী; কাঁথি পুরসভার চেয়ারম্যান। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হামাগুড়ি দিতেন। শুভেন্দু অধিকারী দল ছাড়লে, অধিকারী পরিবার নয়; আপনাকেই কালীঘাটে আলু পেঁয়াজ বেচতে হবে।
Be the first to comment