আজ কেশপুরে জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে একাধিক ইস্যুতে হুঙ্কার ছাড়েন তিনি। এদিন তিনি বলেন, ‘আমি ২১ বছর পর কেন তৃণমূল ছাড়লাম? কর্মচারী হয়ে থাকতে পারব না, সহকর্মী হয়ে থাকতে পারি। তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি। গরু চোর এনামুল, তার নাম তৃণমূল।’
তিনি আরোও বলেন, ‘কেন্দ্রের আবাস যোজনার নাম পাল্টে রাজ্যের নামে চালান হচ্ছে। আমি বিনা শর্তে বিজেপিতে যোগ দিয়েছি। আমার শর্ত যুবকদের চাকরি। তোলাবাজ ভাইপো বলায় খুব রাগ হচ্ছে। বালি-কয়লা পাচারে লালা, গরু পাচারে এনামুল। বিনয় মিশ্রর ভাইকে সিবিআই জেরা করছে। আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাইপো। দিলীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়েছি। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার সব আসন বিজেপির। বাংলায় বিজেপির সরকার হবে, প্রকৃত পরিবর্তন হবে।’
Be the first to comment