১০ আসনের বিমান ভাড়া নিতে চায় রাজ্য সরকার ৷ জানা গিয়েছে ভিআইপিদের ব্যবহারের জন্যই এই বিমান ভাড়া নেওয়া হবে ৷ এই মর্মে ই-টেন্ডার দিয়েছে রাজ্য সরকার ৷ এবার এই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী ৷ বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন ৷ সেখানে রাজ্য সরকারের দেওয়া ই-টেন্ডারের বিজ্ঞপ্তির একটি অংশের ছবি আপলোড করেছেন ৷ সঙ্গে কটাক্ষ করেছেন, ‘‘সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন্য পুষ্পক রথ !’’
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এখানে স্বঘোষিত প্রধানমন্ত্রী বলতে শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন ৷ একই সঙ্গে শুভেন্দু প্রশ্ন তুলেছেন এই বিমান ভাড়ার কারণ নিয়ে ৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকারের খরচে মমতা লোকসভা নির্বাচনের প্রচারে গোটা দেশে ঘুরতে চান, সেই কারণেই এই বিমান ভাড়া নেওয়া হচ্ছে ৷
প্রসঙ্গত, যে বিজ্ঞপ্তির ছবি শুভেন্দু টুইটারে আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে যে তিন থেকে পাঁচ বছরের জন্য এই বিমান ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে ৷ আর একবারে বিমানটি যাতে ভারতের যে কোনও প্রান্তে যেতে পারে, সেটা নিয়ে সংশ্লিষ্ট সংস্থা নিশ্চিত হলে তবেই টেন্ডার দিতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে ৷
কিন্তু কার জন্য ব্যবহার করা হবে, সেটা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি ৷ তবে রাজনৈতিক মহলের অনুমান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই বিমান ভাড়া নিতে চায় রাজ্য সরকার ৷ এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে হেলিকপ্টারেই যাতায়াত করেন মুখ্যমন্ত্রী ৷ তবে শিলিগুড়ি যেতে হলে তিনি বিমানে যাতায়াত করেন ৷ আর দিল্লি বা অন্যত্র যেতে হলে বিমানে যাতায়াত করেন তিনি ৷ কিন্তু সেগুলি চার্টার্ড বিমান নয় ৷
তবে এই নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি এই নিয়ে একটি টুইট করেন ৷ সেখানে লিখেছেন, ‘‘তৎকাল বিজেপি নেতা, যিনি তৃণমূলের মন্ত্রী থাকাকালীন রাজ্য সরকারের হেলিকপ্টারে চড়তেন, তাঁকে এখন বিমান নিয়ে চিৎকার-চেঁচামেচি করার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর এই বিজেপিই ‘দলবদলু’দের জন্য বেসরকারি বিমান ব্যবহার করে ৷ নির্লজ্জ… ৷’’
Be the first to comment