১৬ ফেব্রুয়ারির পর আপনার বাড়িতেও পদ্ম ফোটাব, অভিষেকের নাম না করে দাবি শুভেন্দুর

Spread the love

১৬ ফেব্রুয়ারির পর আপনার বাড়িতেও পদ্ম ফোটাব, নাম না করেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েকে এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী ৷ তমলুক বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান থেকে এ দিন তার জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

একই সঙ্গে ইঙ্গিতপূর্ণ ভাবে শুভেন্দু এ দিন বলেন, ‘আমার বাড়িতে পদ্মফুল ফুটতে শুরু করেছে ৷ ২১ এপ্রিল রাম নবমীর আগে বাকি পদ্ম ফুটে যাবে ৷ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্য়েন্দু অধিকারীর সঙ্গেও তৃণমূলের দূরত্ব অনেকটাই বেড়েছে ৷ তাঁদের বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা রয়েছে ৷

পাশাপাশি শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে গিয়ে সভা করবেন তিনি৷ সেই সভা থেকে তৃণমূল সাংসদ সম্পর্কে তিনি আরও বেশ কিছু তথ্য সামনে আনবেন বলেও ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু ৷ তবে এ দিনও সরাসরি অভিষেকের নাম নেননি শুভেন্দু ৷

রবিবার কুলতলির সভা থেকে শুভেন্দুর উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তার জবাব দিয়ে শুভেন্দু বলেন, বলছে দশ বছর মধু খেয়েছে৷ তাহলে ২ ডিসেম্বর বাগবাজার- শ্যামবাজারে ক্যাবলার বাড়িতে আমার হাতে- পায়ে ধরেছিলি কেন? সরাসরি অভিষেকের নাম না নিয়ে শুভেন্দু বলেন, ‘আমার থেকে ১৮ বছরের ছোট৷ অনেক কিছুই জানেন না৷ ২০০১-এ হয় এবার নয় নেভারের পর তৃণমূলটা প্রায় উঠে গিয়েছিল৷ ২০০৩ থেকে ২০১০ তৃণমূলের যত সম্মেলন সব কাঁথি, নয়তো দিঘাতে হত৷ পূর্ব মেদিনীপুর ছিল তৃণমূলের হেড কোয়ার্টার ৷

কুলতলির সভা থেকে অভিষেক ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন৷ পাল্টা শুভেন্দু এ দিন বলেন, আমাকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব নিতে হবে না, জনগণ হিসেব নিয়ে নেবে ৷

এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু ৷ এ দিন পুরশুড়ার সভায় তৃণমূলনেত্রী স্লোগান ‘হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে৷ এর পাল্টা তমলুকের সভা থেকে শুভেন্দুর কটাক্ষ, তৃণমূল এখন স্লোগান চুরি করছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*