বাংলায় কোনও শিল্প হচ্ছে না, ঋণ করে বাংলাকে দেউলিয়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়: শুভেন্দু অধিকারী

Spread the love

রাতের অন্ধকারে টেটে নিয়োগপত্র দেওয়া হল, শনিবার কোলাঘাটের সভায় বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও অভিযোগ, কাটমানির বিনিময়ে তৃণমূলের কাছের লোকজনকে চাকরি দেওয়া হল।

শনিবার তৃণমূলনেত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘বাংলায় কোনও শিল্প হচ্ছে না। ঋণ করে বাংলাকে দেউলিয়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে উনি একাই সব, বাকিরা ল্যাম্পপোস্ট।

একযোগে এদিন মমতা ও অভিষেককে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, একজন জয় শ্রীরাম বলে রেগে যাচ্ছেন। আরেকজন তোলাবাজ ভাইপো বললে রেগে যাচ্ছেন। তাঁর দাবি, লকডাউনে চুরি করা চাল দিয়ে ৫ টাকায় খাবার দিচ্ছে তৃণমূল।

ফের একবার ডবল ইঞ্জিন সরকারের পক্ষে জোর সওয়াল করেন তিনি। বলেন, বাংলাকে বাঁচাতে ডবল ইঞ্জিন সরকার গড়ুন। বাংলায় গণতন্ত্র বাঁচাতে একমাত্র বিজেপিই ভরসা। শুভেন্দু আরও যোগ করেন, পিএম কিষাণ প্রকল্প চালু হলেই ১৮ হাজার টাকা করে পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*