রবিবার নন্দীগ্রামের ভোটের ‘হিসেব’ দিয়ে নিজের জয় ‘কনফার্ম’ বলে আরও একবার দাবি করলেন শুভেন্দু অধিকারী। কী হিসেব? শুভেন্দুর দাবি, ‘উনি ভাবছেন ২৭ শতাংশ ভোট পেয়ে জিতে যাবেন। আরে ২৭ উনি পেলে, ৭৩ তো রয়েছে। সেই ভোটটা কোথায় যাবে? সেই পুরোটাই আমি পাব।’
নন্দীগ্রামের দুটি ব্লক মিলে মোটামুটি ২৭ শতাংশ সংখ্যালঘু ভোট, আর বাকি হিন্দু ভোট। শুভেন্দুর এদিন বোঝাতে চেয়েছেন মমতা ২৭ শতাংশ ভোট পেলেও পেতে পারেন, কিন্তু হিন্দুদের স্বার্থে নন্দীগ্রামের ৭৩ শতাংশ হিন্দুরা তাঁকেই ভোট দেবেন।
এদিন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে সভা করেন শুভেন্দু। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, একসময় সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের গড় থেকে বর্তমানে তৃণমূলের দুর্গ হয়ে ওঠা রায়দিঘিতে উন্নয়নের জোয়ার বইবে বলেও দাবি করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। একই সঙ্গে তাঁর সতর্কবাণী, ‘তৃণমূলকে যদি ফের ক্ষমতায় আনেন আপানারা, তাহলে ধ্বংস হয়ে যাবে এই রাজ্য। অনুপ্রবেশকারীরাই সর্বেসর্বা হয়ে উঠবে।’
Be the first to comment