গতকাল রাতেই উত্তর কলকাতার এক বাড়িতে বিশেষ বৈঠকে বসেন শুভেন্দু অভিষেক। উপস্থিত ছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর। বৈঠক শেষে জানা যায় সমস্যা মিটছে। সৌগতবাবু জানান ‘শুভেন্দু তৃণমূলেই থাকবেন, তবে বাকিটা শুভেন্দুই বলবে’।
এদিকে আজ দুপুরে এক মেসেজের কথা ফ্ল্যাস হতেই উত্তাল রাজ্য রাজনীতি। জানা যায় আজ সৌগত রায়কে মেসেজ করেন শুভেন্দু। আর সেখানেই জানান, ‘একসঙ্গে কাজ করা মুশকিল, মাফ করবেন,।
শুভেন্দুর বক্তব্য ‘আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি। সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ৬ ডিসেম্বর আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই সংবাদমাধ্যমকে সব জানিয়ে দিলেন। ফলে একসাথে কাজ করা মুশকিল, মাফ করবেন,। সৌগতর মেসেজে প্রতিক্রিয়া ছিল ‘কালকের বৈঠকে যা হয়েছিল, সত্যনিষ্ঠার সঙ্গে জানিয়েছিলাম। কালই বলেছিলাম শুভেন্দু পরে বলবে। এরপর শুভেন্দু মত পরিবর্তন করলে তার সিদ্ধান্ত,- এমনটাই বলে জানা গেছে।
Be the first to comment