এনামুলই হচ্ছে তৃণমূল: শুভেন্দু অধিকারী

Spread the love

জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কী করেছেন, তা সবাই জানেন৷ কিন্তু দক্ষিণ কলকাতার ‘দেড়- দু’ জনের কোম্পানির’ জন্য তাঁকে জঙ্গলমহল থেকে দূরে সরে যেতে হয়েছে৷ ঝাড়গ্রামে সভা করতে গিয়ে এ ভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী৷

একই সঙ্গে শুভেন্দুর হুঙ্কার, তৃণমূলকে হাওয়া করে দিতে হবে৷ কটাক্ষের সুরে শুভেন্দু আরও বলেন, এখন ‘গরু পাচারকারী এনামুল হচ্ছে তৃণমূল৷’ তাঁর আরও অভিযোগ, জঙ্গলমহলের তৃণমূল নেতারা দুর্নীতিতে ডুবে আছেন৷ যাঁদের সাইকেল ছিল না তাঁরা এখন দু’- তিনটে করে স্করপিও গাড়ি৷ চাঞ্চল্যকর অভিযোগ তুলে শুভেন্দু বলেন, পঞ্চায়েত নির্বাচনে গণনায় কারচুপি করে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ দখল করেছে তৃণমূল৷

ব্যালট পেপারে বিজেপি-র পক্ষে ভোট পড়লেও সেগুলিকে তৃণমূলের ভোট হিসেবে গণনা করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু৷ তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনের পর জঙ্গলমহলের কয়েকটি ব্লকে সোশ্যাল অডিট করার পরামর্শ দিয়েছিলেন তিনি৷ কিন্তু রাজ্য সরকার তা শোনেনি৷ শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে রাজ্যের বলে চালানো হচ্ছে৷

রীতিমতো চ্যালেঞ্জের সুরে শুভেন্দু বলেন, জঙ্গলমহলকে তিনি হাতের তালুর মতো চেনেন৷ আগামী নির্বাচনে ঝাড়গ্রামে বিধানসভা কেন্দ্রগুলিতে ৫০ থেকে ৮০ হাজার ভোটে বিজেপি জিতবে বলে এ দিন দাবি করেন শুভেন্দু৷

এ দিনও শুভেন্দু বলেন, বাংলায় পদ্ম ফোটানোর জন্য দিলীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি৷ শুভেন্দু বলেন, কলকাতা এবং দিল্লিতে একই দল থাকবে৷ সুশাসন ফিরবে, বেকাররা চাকরি পাবে৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*