প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে গরহাজির ছিলেন রাজ্যের জেলাশাসকরা ৷ সেই নিয়ে এ বার নমোকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ টুইটে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷
শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, “জেলাশাসকদের গরহাজিরা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলাম। ২২ জানুয়ারি ওই বৈঠকে দেশের ১৯০টি জেলার জেলাশাসকরা অংশ নিয়েছিলেন। কিন্ত বাংলার জেলাশাসকরা ওই বৈঠকে ছিলেন না । শুধু কেন্দ্রীয় সরকারের উপর মিথ্যা বঞ্চনার অভিযোগ করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে কী লাভ ? কেন্দ্রীয় সরকার সব রকম সহযোগিতার জন্য হাত বাড়ালেও রাজ্য সরকারের মনোভাব ঠিক নেই ।”
নানা ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সংঘাত অব্যাহত রাজ্য সরকারের । আইপিএস ক্যডার বিধিতে বদল আনতে কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রস্তাবের চরম বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পাল্টা হিসাবেই সরকারের উপর চাপ বাড়াতে শুভেন্দু মোদিকে চিঠি লিখেছেন বলে মনে করা হচ্ছে।
এবিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সু-সম্পর্ক থাকলে বাংলার মানুষেরই সুবিধে হবে। সেই কারণেই অন্যান্য রাজ্যের জেলাশাসকরা প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত হলেন। কিন্ত বাংলার কোনও জেলাশাসক ছিলেন না। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এটা সম্ভব নয়।’’
Be the first to comment