রামনবমীতেই নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস শুভেন্দুর..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ রামনবমীর শুভক্ষণে রামমন্দিরের শিলান্যাস। নন্দীগ্রামের সোনাচূড়ায় আজ রামমন্দিরের শিলান্যাস করছেন শুভেন্দু অধিকারী। গত ২২ জানুইয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দির গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
সাড়ে চার বিঘা জমিতে গড়ে উঠবে এই রাম মন্দির। সাধু-সন্তদের উপস্থিতিতে চলছে হোম-যজ্ঞ। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাবেন রাজ্যের বিরোধী দলনেতা। একদিকে রাম নবমী, অন্যদিকে নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিস্থাপন অনুষ্ঠান। জেলায় অশান্তি এড়াতে অতিরিক্ত সজাগ পুলিশ। মোতায়েন করা হয়েছে সুবিশাল পুলিশ বাহিনী।
সকাল ১০টায় থেকে চলছে শিলান্যাস অনুষ্ঠান। তার আগে ভাঙ্গাবেড়িয়া থেকে সোনাচূড়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। এরপরই ঘটা করে করা হবে শিলান্যাস। ইতিমধ্যে পূজার্চনা শুরু হয়ে গিয়েছে। পূজার্চনা ও নাম কীর্তনে মেতে উঠেছে ভক্তরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*