রোজভ্যালি কাণ্ডে ফের নাড়াচাড়া দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকালে ২৫ জন ইডি আধিকারিক ছ’টি দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন প্রান্তে হানা দেন। এর মধ্যে একটি দল পৌঁছে যায় দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে। সেখানেই থাকেন গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। কিন্তু জিজ্ঞাসাবাদ করতে গিয়েও শুভ্রার দেখা পাননি ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, তাঁর বাড়িতে থাকা পরিচারিকা জানিয়ে দিয়েছেন, শুভ্রাদেবী সপ্তাহখানেক আগে শহরের বাইরে গিয়েছেন। তবে কোথায় গিয়েছেন গৌতম-জায়া তা অবশ্য স্পষ্ট নয়।গত জুন মাসে ইডি আধিকারিকরা বারাসত থেকে বেহালা পর্যন্ত রোজভ্যালির গয়নার বিপণির ১৬টি শোরুমে হানা দিয়েছিল। ইডি সূত্রে খবর, গয়নার বিপণি সংক্রান্ত যে হিসেব পাওয়া গিয়েছে তাতে অন্তত দেড়শ কোটি টাকার বেশি গরমিল রয়েছে। আর এই গয়না বিপণি দেখভাল করতেন শুভ্রা। তাই তাঁকে ডেকে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
শুধু গয়নার বিপণি নয়, বাগুইআটিতে রোজভ্যালির যে টেলিভিশন চ্যানেলের অফিস ছিল, সেখানেও শুভ্রা ছিলেন অন্যতম মাথা। চ্যানেলের প্রোগ্রাম ম্যানেজমেন্ট দেখতেন তিনি। সে ব্যাপারেও তার থেকে তথ্য জানতে চায় ইডি। মন্দারমণির রোজভ্যালি রিসর্টও ছিল শুভ্রার নামে।
ইডির অন্য একটি দল হানা দিয়েছে নিউটাউনে রোজভ্যালির এক উচ্চপদস্থ কর্মচারী রুপল কবিরাজের বাড়িতেও। তাঁর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে ইডি-র কাছে। তাঁকে জেরা করেই হিসেব সংক্রান্ত ব্যাপারের উৎসে পৌঁছতে চাইছেন গোয়েন্দারা।
Be the first to comment