রাজনীতি থেকে অবসর? শুভ্রাংশুর ফেসবুক পোস্ট ঘিরে গুঞ্জন

Spread the love

রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয় ? আজ ফেসবুকে এই পোস্টটি করেন শুভ্রাংশু রায় । এরপরই শুরু হয় জল্পনা । অনেকেরই প্রশ্ন, তবে কি রাজনীতি থেকে বিদায় নিতে চলেছেন মুকুল-পুত্র ?

আজ বেলা ১২টা নাগাদ শুভ্রাংশু রায় ফেসবুকে লেখেন, “রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয় ?” এরপর থেকে অনেকেই এই পোস্টে কমেন্ট করতে থাকেন । যদিও এই বিষয়ে শুভ্রাংশু রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি নিয়ে এখনই প্রতিক্রিয়া দেওয়ার মতো কিছু নেই। আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত মত জানিয়েছি। এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো কিছু নেই।

এর আগে গত বছর তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু । তার কয়েক মাস আগেই বিজেপি-তে যোগ দিয়েছিলেন বাবা মুকুল রায় । তবে সঙ্গে সঙ্গেই বিজেপি-তে যোগ দেননি তিনি । কয়েকদিন তৃণমূলেই ছিলেন । পরে অবশ্য বাবাকে অনুসরণ করেন তিনি । যদিও নতুন দলে এসে সেরকম কোনও দায়িত্ব পাননি । যেমন প্রথমে পাননি মুকুল রায়ও । অবশ্য কয়েকদিন আগে তাঁকে সর্বভারতীয় সহ সভাপতি করা হয় ।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সেরকম কোনও দায়িত্ব না পাওয়াতেই ক্ষুব্ধ মুকুল পুত্র । তাই তুলেছেন স্বেচ্ছা অবসরের প্রশ্ন ? পরে অবশ্য সেই পোস্টটি ডিলিট করে দেন তিনি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*