
রোজদিন ডেস্ক, কলকাতা:- মেরুদন্ডের চিকিৎসা করালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ফোনে দিল্লি থেকে খোঁজ খবর নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মেরুদণ্ডের একটা ছোট সমস্যা ছিল বেশ কিছুদিন ধরেই। সেটারই চিকিৎসা চলছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ডাক্তারের পরামর্শে গত বৃহস্পতিবার কলকাতার বাইপাসের ধারে একটি বেসকারি হাসপাতালে ভর্তি হয় তিনি। সেখানেই তাঁর মেরুদন্ডের চিকিৎসা চলে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, চিকিৎসাী জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই দিল্লি থেকে রাজ্য সভাপতির খোঁজ খবর নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের সঙ্গেও অভিষেক কথা বলেন বলেই জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে দলের কেউই মুখ খুলতে চাইছে না।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে বিশ্বস্ত সৈনিক এবং মমতা, অভিষেকের পাশাপাশি দীর্ঘ দিন ধরে দলের ব্যাটন যার হাতে তাঁর নাম সুব্রত বক্সি। একাধিক গুরু দায়িত্ব সামলে যান চোখের আড়ালে। দলের বিপদের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরই কর্মী সমর্থকেরা উজ্জীবিত করা ও প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার প্রধান কাণ্ডারি এবং দল নেত্রীর অত্যন্ত আস্থাভাজন ‘বক্সী দা’। রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালনের পাশাপাশি দলের একাধিক গুরুত্বপূর্ণ কমিটির মাথায় রয়েছেন তিনি।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরেই রাজ্যের শাসকদলের মধ্যে নবীন-প্রবীন দ্বন্দ্ব দেখা গিয়েছিল। কিন্তু, গত মাসে অভিষেকের দলীয় নেতৃত্বদের সঙ্গে মেগা ভার্যুয়াল বৈঠকে দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আমাদের নেতা’ বলে সম্বোধন করতে শোনা যায় সুব্রত বক্সীর গলায়। এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল চর্চা। তারপর সুব্রত বক্সীর অস্ত্রোপচারের খবর পেয়েই দিল্লি থেকে দলের ‘সেনাপতি’র ফোন করে খোঁজ খবর নেওয়া ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলা অন্য রসায়ন বলেই মনে করছেন একাংশ। যদিও আরেক অংশের দাবি, দলের বর্ষীয়ান নেতা, এছাড়াও রাজ্য সভাপতিও তিনি, তাঁর অসুস্থতা অস্ত্রোপচারের খবর পেয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক খোঁজ খবর নিয়েছে এটাই তো স্বাভাবিক, এর মধ্যে অন্য কোনো রসায়ন খুঁজতে যাওয়াটা সঠিক নয়।
Be the first to comment