নির্বাচন কমিশনার বিজেপির লোক’, মমতার বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সমাবেশ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের  নিয়োগ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জ্ঞানেশ কুমার ‘বিজেপি-ঘনিষ্ঠ।’ নেত্রীর এই মন্তব্য নিয়ে শুক্রবার দুপুরে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। উনি বলতে চান, সাংবিধানিক প্রক্রিয়াকে নাকি বিজেপি প্রভাবিত করছে। তৃণমূল অভিযোগ করে, মুখ্য নির্বাচন কমিশনারের পদে বিজেপি নিজেদের লোককে বসাচ্ছে। উনি ভাল করেই জানেন, আপনার নিয়োগ ২০২৩ সালের নতুন আইনের মাধ্যমে হয়েছে। নতুন এই আইন অনুযায়ী, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত এক জন কেন্দ্রীয় মন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে থাকেন। নিরপেক্ষ এই পদ্ধতিতেই আপনার নিয়োগ হয়েছে। এর আগে নিয়ম ছিল, বয়োজ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনারের পদটি পাবেন। সেই নিয়ম অনুযায়ীও এই পদ আপনারই পাওয়ার কথা ছিল। কারণ, রাজীব কুমারের পর আপনিই নির্বাচন কমিশনার হিসাবে বয়োজ্যেষ্ঠ।’

এছাড়াও বিরোধী দলনেতা চিঠিতে আরও উল্লেখ করেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রকে আপনার কাজের সময়টিকে তুলে ধরেছেন মমতা। কিন্তু উনি এটা উল্লেখ করতে ভুলে গিয়েছেন যে, মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব যিনি পান, কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে তাঁর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান, যা দেশের ভোটপ্রক্রিয়া নিরপেক্ষ ভাবে পরিচালনা করে। ভারতের সংবিধান কমিশনকে এই অধিকার দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী সেই কমিশনকে আক্রমণ করে সব সীমা ছাড়িয়ে গিয়েছেন। এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার এক্তিয়ারই ওনার নেই।’ এই চিঠির সঙ্গে শুভেন্দু জুড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের অংশটুকুও।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোরে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে গতকাল বলেছিলেন, ‘বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ঘনিষ্ঠ।’ তিনি এক সময়ে গুজরাটে অমিত শায়ের অধীনে সমবায় দফতরের সচিব পদে কাজ করতেন। আমি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করতাম। এখনও করি। কিন্তু নির্বাচন কমিশনার পদে কাকে বসিয়েছে জানেন? টোটালটাই বিজেপির লোক।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*