ভারতীয় বংশোদ্ভূত দুবাইপ্রবাসী এক ছাত্রী, ১২ বছর বয়সী সুচেতা সতীশ ৮৫টি ভাষায় গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়তে চাইছে। নাম তুলতে চাইছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। সুচেতাদের বাড়ি ভারতের কেরালায়। এখন দুবাইয়ে থাকে। সুচেতা সেখানকার ভারতীয় স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। সুচেতা এখন ৮০টি ভাষায় গান গাইতে পারে। আগামী ২৯ ডিসেম্বর দুবাইয়ের একটি বিশেষ কনসার্টে গান গাইবে সুচেতা, ৮৫টি ভাষায় গান গেয়ে লক্ষ্য পূরণে সফল হবার ইচ্ছে আছে।
সুচেতা জানিয়েছে, প্রথমে সে জাপানি ভাষায় গান শেখে। এরপর একের পর এক ফরাসি, জার্মান ও হাঙ্গেরিয়ান প্রভৃতি বিদেশি ভাষার গান শিখতে থাকে সে।
এর আগে ৭৬টি ভাষায় গান গাওয়ার বিশ্ব রেকর্ড অন্ধ্রপ্রদেশের কেশিরাজু শ্রী নিবাস এর।
Be the first to comment