সিরিয়ার উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল এসইউসিআইয়ের

Spread the love

সিরিয়ায় একযোগে হামলা চালাল আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের  অস্ত্রসম্ভার ধ্বংস করাই লক্ষ্য বলে দাবি করেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতদিন না সিরিয়া ‘রাসায়নিক অস্ত্র ব্যবহার’ বন্ধ করছে, ততদিন এই হামলা চলবে।

পাশাপাশি এক বিবৃতিতে ট্রাম্প নিজেই জানিয়েছেন, আসাদের রাসায়নিক অস্ত্র ভাণ্ডারে মার্কিন সেনাকে হামলার নির্দেশ দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে বিষ গ্যাস প্রয়োগে সিরিয়ায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর থেকেই নিন্দায় সরব হয়েছে বিভিন্ন দেশ। বাদ যায়নি কলকাতাও। রবিবার অর্থাৎ পয়লা বৈশাখের দিনেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামছে এসইউসিআই। জানা গিয়েছে এদিন বিকেল পৌনে ৪টে নাগাদ ওয়েলিংটন থেকে ডোরিনা ক্রসিং অবধি একটি বিক্ষোভ মিছিল করবে তাঁরা। পাশাপাশি দাহ করা হবে ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*