সমুদ্রে প্লাস্টিক দূষণ নিয়ে বালু ভাস্কর্য গড়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে পিপলস চয়েস অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। সারা বিশ্ব থেকে প্রায় ১৫ জন বালুশিল্পী নির্বাচিত হয়েছিলেন এই সম্মানের জন্য। বস্টনের রিভারে বিচ আন্তর্জাতিক বালু ভাস্কর্য উৎসবে শেষপর্যন্ত ভোটিং ও জনপ্রিয়তার নিরীখে এই সম্মান জিতলেন সুদর্শন পট্টনায়েক। প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা গড়ে তুলতে ভারতও এগিয়ে এসেছে ও তাঁর এই সম্মান ভারতেরও সম্মান, জানিয়েছেন শিল্পী।
বালুশিল্পের মাধ্যমে বরাবরই নানাবিধ সমস্যা, কৃতীত্ব ও বিপর্যয়ের ছবি তুলে ধরেছেন তিনি। পুরষ্কৃত ভাস্কর্যের মাধ্যমে সমুদ্রে প্লাস্টিক দূষণ ও মানব সভ্যতায় তার ভয়াবহতার চিত্রই তুলে ধরেছেন ওড়িশার এই শিল্পী।
Be the first to comment