রোজদিন ডেস্ক :- আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সিপিআইএম নেতা বিমান বসু। সোমবার রাতেই প্রবীণ নেতাকে ভর্তি করা হয়েছে বেসরকারি এক হাসপাতালে। চলছে চিকিৎসা। সূত্রের খবর, তাঁর জ্বর হয়েছিল। কিন্তু রাতে জ্বর না-কমায় সিপিআইএমের এই বর্ষিয়ান নেতাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক রয়েছে বলেই খবর।
প্রবীণ নেতার বয়স বর্তমানে ৮৪ বছর। গতকাল রাত ৯ টায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আগের থেকে অনেকটাই সুস্থ থাকায় তাঁকে রাখা হয়েছে জেনারেল বেডে। সেখানেই চলছে চিকিৎসা।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হবে। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কী ভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
দলীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন বিমান। মালদহ থেকে শরীর খারাপ হয় তাঁর। জ্বর না-কমায় সোমবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি বিমান। চেয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরেই তাঁর চিকিৎসা হোক। অনেক বুঝিয়ে বিমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে বিমানকে দেখে আসেন সেলিম-সহ দলের অন্য নেতারা।
উল্লেখ্য, চলতি বছর আগস্ট মাসেই প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার বাম রাজনীতিতে যেন সমার্থক ছিলেন বুদ্ধ-বিমান। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির ময়দানে একসময় লড়াই করেছেন তাঁরা। তাই বুদ্ধদেবের প্রয়াণে সেই সময় বেশ ভারাক্রান্ত হয়ে পড়েন বিমান। তিনি জানিয়েছিলেন, ‘বন্ধু চলে গেলে ক্ষতি তো হবেই।’ অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর একমাস পরেই সেপ্টেম্বর মাসে প্রয়াত হন সিপিআইএম-এর আরও এক নক্ষত্র সীতারাম ইয়েচুরি। একের পর এক কাছের মানুষ চলে যাওয়ায় বেশ ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু।
Be the first to comment