পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। জঙ্গিদের গুলিতে শহিদ হওয়া জওয়ানের তালিকায় রয়েছে নদিয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাসের (২৬) নামও। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে সুদীপ বিশ্বাসের পরিবার।
অনেকবার ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারেননি। সব আশঙ্কা সত্যি করে শুক্রবার সকালে এসে পৌঁছয় দুঃসংবাদ।
উল্লেখ্য, পাঁচ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুদীপ। পরিবার সূত্রে খবর, কিছুদিন বাদেই বাড়ি আসার কথা ছিল তাঁর। সুদীপের বাবা সন্ন্যাসী বিশ্বাস বলেন, দু’দিন আগেই আমার ছেলের সঙ্গে কথা হয়েছিল। সুদীপ বলেছিল সে ছুটি পেয়েছে। সত্যিই ওর ছুটি হয়ে গেলো।
পাশাপাশি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুদীপের পরিবার। তাদের বক্তব্য, প্রত্যেকবার জঙ্গি হামলায় আমাদের দেশের জওয়ানরা শহিদ হচ্ছেন। সরকারের উচিত এর বিরুদ্ধ কড়া পদক্ষেপ নেওয়া।
প্রসঙ্গত, ২০১০ সালে গ্রামের স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন সুদীপ। এরপরেই যোগ দেন সিআরপিএফ এর চাকরিতে। কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর ৯৮ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন সুদীপ।
Be the first to comment