আজকের দিনে স্বামী বিবেকানন্দের আদর্শবোধের প্রচার ও ভাবনা খুব জরুরি ৷ সিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে একথা বললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
মঙ্গলবার সকালে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তিনি ৷ সঙ্গে ছিলেন শশী পাঁজা। সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়-র সঙ্গে দেখা হয় তাঁদের ৷ সেই প্রসঙ্গ তুলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লির নেতাদের সঙ্গে আমার প্রায়ই দেখা হয় ৷ আমি তাঁদের বলেছি, সর্দার বল্লভ ভাই প্যাটেলের ৩ হাজার কোটি টাকার মূর্তি হয়েছে, এখানে অন্তত ৩০০ কোটি টাকার স্বামীজির মূর্তি হোক ৷
স্বামীজীর মূর্তিতে মাল্যদান করার সময় বিজেপি নেতারা “ভারত মাতা কী জয়” স্লোগান দেন ৷ সেই বিষয়ে কটাক্ষ করে শশী পাঁজা বলেন, কিছু কিছু জায়গা বা প্রাঙ্গনে নির্দিষ্ট গভীরতা থাকে ৷ সেখানে সবরকম স্লোগান বা বক্তব্য চলে না ৷ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী । তিনি লেখেন, স্বামীজির শিক্ষা ও উপদেশ আমি সবসময় স্মরণে রাখি। তাঁর শান্তি ও সর্বজনীন ভ্রাতৃত্বের বার্তা আজ অত্যন্ত প্রাসঙ্গিক।
Be the first to comment