দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় আট বছর, অব্যাহতি প্রার্থনা করলেন সুদীপ্ত সেন

Spread the love

অভিযোগ যদি প্রমাণিতও হয়, তা হলেও সংশ্লিষ্ট মামলার ধারা অনুযায়ী সর্বাধিক শাস্তি সাত বছরের জেল। সেই সময়কাল ইতিমধ্যে পেরিয়ে তো গিয়েছেই। তার উপরে আরও ১১ মাস জেল হেফাজতে রয়েছেন তিনি। এই অবস্থায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র মামলা থেকে অব্যাহতি প্রার্থনা করলেন বেআইনি অর্থ লগ্নি সংস্থা সারদার কর্ণধার সুদীপ্ত সেন।

বিচার ভবনে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায়ের এজলাসে সোমবার এই মর্মে আবেদন করেছেন সুদীপ্তের আইনজীবী বিপ্লব গোস্বামী। ওই আইনজীবীর বক্তব্য, প্রিভেনশন অব মানি লন্ডারিং (পিএমএল) আইনের ধারায় ২০১৩ সালের অক্টোবরে তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ইডি। সেই ধারায় সর্বাধিক শাস্তি সাত বছর জেল। ওই মামলায় ২০১৫ সালে জামিনও মঞ্জুর করেছিল আদালত। কিন্তু অন্য কয়েকটি মামলার দরুন জেল থেকে ছাড়া পাননি সুদীপ্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*