রাজ্যের সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। শনিবার হাইকোর্টে জামিন পান তিনি। সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের সঙ্গেই ২০১৩ সালের ২৩ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন তিনি। তারপর ৮ বছর ধরে জেলে বন্দি সুদীপ্ত ও দেবযানী। সাড়ে ৩ বছর ধরে জেল চৌহদ্দির বাইরে বেরননি সুদীপ্ত। শারীরিক অসুস্থতার কারণে রবিবার সকালে জেলের বাইরে বেরলেন অভিযুক্ত সারদা কর্তা।
জানা গিয়েছে, গত ২ দিন ধরে জ্বর রয়েছে সুদীপ্তর। জ্বরের পাশাপাশি রয়েছে মাথা যন্ত্রণাও। করোনা আবহে এই উপসর্গ থাকায় জেলের চিকিৎসকদের পরামর্শেই এসএসকেমে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এসএসকেএমে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুদীপ্তকে। সেখানে সুদীপ্তর শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দিয়েছেন চিকিৎসকরা।
এসএসকেএম হয়ে শম্ভুনাথ পন্ডিতের পর ফের জেলে ফেরেন সুদীপ্ত। চিকিৎসকরা তাঁর আরটিপিসিআর করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন। এই আরটিপিসিআর পরীক্ষার জন্য সুদীপ্তকে জেলের বাইরে আসতে হবে না। জেলের মধ্যেই চিকিৎসকরা তাঁর নমুনা সংগ্রহ করবেন। সেই নমুনা পরীক্ষা হলেই জানা যাবে সুদীপ্ত করোনা আক্রান্ত কি না।
২০১৩ সালে গ্রেফতার হওয়ার পর কেটে গিয়েছে ৮ বছর। দিন বদলেছে, মামলা সিবিআইর হাতে গিয়েছে। বন্দি দশা কাটেনি বেআইনি অর্থ লগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্তর। গত কয়েক বছর ধরে সুদীপ্ত প্রেসিডেন্সি জেলের ২ নম্বর সেলে বন্দি। হাজিরা দেওয়ার জন্যেও জেল থেকে বাইরে বেরতে হয় না তাঁকে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জেল থেকেই হয় সুদীপ্তর হাজিরা। প্রায় সাড়ে ৩ বছর পর শারীরিক অসুস্থতার কারণে জেল চৌহদ্দির বাইরে বেরলেন তিনি।
Be the first to comment