লোকসভা ভোটে দলের ভরাডুবির দায়ভার নিজের কাঁধে নিয়ে সরে যেতে চাইছেন রাহুল গান্ধী ৷ বেশ কয়েকদিন আগে থেকেই এই জল্পনা চলছিল যে পদত্যাগ করতে পারেন তিনি। কংগ্রেসের শীর্ষ নেতারা তা গুজব বলে উড়িয়ে দিলেও দেখা যায় সেই গুজবকে সত্যি করেই নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে অনড় রাহুল গান্ধী ৷
আর তাঁর এই অনড় মনোভাব ব্যাপক প্রভাব ফেলেছে কংগ্রেস কর্মীদের মধ্যে ৷ তিনি থাকছেন কী থাকছেন না তা ধোঁয়াশাতেই রয়ে যায় ৷ তবে সম্প্রতি এও জানা গিয়েছে রাহুল গান্ধী তাঁর সিদ্ধান্তে অনড়। আর রাহুলের এই সিদ্ধান্তে এবার আত্মহত্যার চেষ্টা করলেন এক কংগ্রেস কর্মী ৷ জানা গিয়েছে, দিল্লিতে কংগ্রেস অফিসের বাইরে তিনি আত্মহত্যার চেষ্টা করলে তাঁকে বিরত করা হয় ৷ ওই কংগ্রেস কর্মী জানান, রাহুল গান্ধী তাঁর ইস্তফার সিদ্ধান্ত ফিরিয়ে না নিলে তিনি আত্মহত্যা করবেন।
Be the first to comment