সাংবাদিক সুজাত বুখারি হত্যার প্রতিবাদে এগিয়ে এল কাশ্মীরের সমস্ত সংবাদপত্র। প্রতিবাদের ভাষা হিসেবে মৌনতাকেই বেছে নিল গ্রেটার কাশ্মীর, কাশ্মীর রিডার, কাশ্মীর অবজারভার, ঊর্দু দৈনিক ‘ডেইলি তামলিল ইরশাদ’এবং বুখারির নিজস্ব কাগজ ‘দ্য রাইজিং কাশ্মীর-এর মতো প্রথম সারির পত্রিকাগুলি। সম্পাদকীয়ের জায়গা সাদা রেখে প্রকাশিত হল মঙ্গলবার। জাতি, ধর্মের গন্ডি পেরিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে এভাবেই সোচ্চার হল কাশ্মীরের মিডিয়া। রাইজিং কাশ্মীর এদিন তাদের প্রধান সম্পাদকের হত্যা নিয়ে একাধিক খবর প্রকাশ করেছে। এই কঠিন মুহূর্তে পাশে থাকার জন্য পাঠকদের ধন্যবাদ জানানো হয়েছে। ঈদের আগের দিন জঙ্গিদের গুলিতে বুখারির হত্যা নিয়ে শুধু কাশ্মীরে নয়, সমগ্র দেশজুড়ে ধিক্কার উঠেছে। সন্ত্রাস নয়, শান্তি চাই। সম্পদকীয়ের সাদা পাতার মাধ্যমে এই দাবি তুলে ধরল সবাই।
Be the first to comment