রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে আবারও তথ্য গোপনের অভিযোগ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। রাজ্যে করোনায় প্রকৃত কতজন আক্রান্ত হচ্ছেন বা করোনায় কত মৃত্যু হচ্ছে তা রাজ্যের দেওয়া তথ্যে স্পষ্ট হচ্ছে না বলে অভিযোগ সুজন চক্রবর্তীর। এরই পাশাপাশি প্রয়োজনের তুলনায় রাজ্যে অনেক কম করোনা পরীক্ষা হচ্ছে বলেও অভিযোগ ওই বাম নেতার।
করোনা ইস্যুতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুললেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। গোটা দেশেই প্রয়োজনের তুলনায় অনেক কম করোনা পরীক্ষা হচ্ছে বলে অভিযোগ সুজনের। এরাজ্যেও নাইসেডের দেওয়া তথ্য টেনে করোনা পরীক্ষা কম হচ্ছে বলে অভিযোগ সুজন চক্রবর্তীর।
এমনকী রাজ্য সরকার করোনা পরীক্ষা করাতে চায় না বলেও অভিযোগ তুলেছেন বাম পরিষদীয় দলনেতা। লকডাউনের পাশাপাশি বেশি করে করোনা টেস্টও মারণ এই ভাইরাসের মোকাবিলার অন্যতম প্রধান পথ বলেও টুইটে মন্তব্য করেছেন সুজন।
পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষার হার অত্যন্ত কম বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে সুজন চক্রবর্তী লেখেন, ‘শুধু লকডাউন না, সঙ্গে টেস্ট, টেস্ট আর টেস্ট।’
টুইটে সুজন আরও লেখেন, ‘আমাদের দেশে টেস্ট কম। সবচেয়ে কম আমাদের রাজ্যে, কেন? নাইসেডের তথ্যে স্পষ্ট, সরকার পরীক্ষা করাতে চায় না। কেন? গোপন করে আত্মপ্রসাদ লাভ? আখেরে মানুষের বিপদ। তথ্যবিকৃতি না মানসিক বৈকল্য? সর্বনাশ শিয়রে – মাননীয়া।’
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৫। করোনায় মৃত বেড়ে ১০। যদিও বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার জানায় বাংলায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্ত বেড়ে ১৪৪।
Be the first to comment