প্রয়াত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ, পরিবারকে সমবেদনা সুজন চক্রবর্তীর

Spread the love

প্রয়াত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে ভর্তি ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বুধবার সকালে তাঁর জীবনাবসান হয়। তমোনাশ ঘোষের প্রয়াণে শোকাহত বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। টুইটে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানালেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।

বুধবার সকালেই প্রয়াত হয়েছেন তৃণমূল বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ। একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

গত ২২ মে করোনা ধরা পড়েছিল তাঁর। সেই সময় থেকেই প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। গত এক মাসের বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে কার্ডিয়াক অ্যাটাক হয়। তারপর মাল্টিঅর্গ্যান ফেলিওরে মৃত্যু বলে জানায় হাসপাতাল।

তমোনাশ ঘোষের প্রয়াণে শোকাহত বিধানসভায় তাঁর সহকর্মী তথা বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। টুইটে তিনি বলেন, ‘রাজ্য বিধানসভায় সহকর্মী, ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের দুঃখজনক জীবনাবসানে গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*