আজ প্রাণভরে শ্বাস নিতে পারছি; তৃণমূলে যোগ দিয়ে বললেন সুজাতা

Spread the love

তৃণমূলে যোগ দিলেন সুজাতা খাঁ ৷ তৃণমূল ভবনে সৌগত রায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী ৷ কটাক্ষ করলেন, “বিজেপি তৃণমূলের বি টিম।।

আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে সুজাতা বলেন, বিজেপিতে যোগ্য ব্যক্তিদের সম্মান, যোগ্যতা, মর্যাদা নেই। তাই ওই দলে থেকে লাভ নেই ৷ সেই জন্যই তৃণমূলে যোগদান করলাম ৷

তিনি আরও বলেন, আজ প্রাণভরে শ্বাস নিতে পারছি ৷ ভারতীয় জনতা পার্টিকে একটি লোকসভা আসন উপহার দিয়েছি ৷ বিজেপির জন্য আপ্রাণ লড়াই চালিয়েছি ৷ বিজেপির হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি ৷ কিন্তু দিনের শেষে প্রতিটি মানুষ চায় যোগ্য সম্মান, মর্যাদা ৷ কিন্তু যদি সেই সম্মান, মর্যাদার হানি হয় তাহলে পদক্ষেপ নিতেই হয় ৷

আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় সুজাতার গলায় ৷ তিনি বলেন, আমি জানি না সুজাতা থেকে নেত্রী হতে পেরেছি কি না ৷ কিন্তু পশ্চিমবাংলার, বিষ্ণুপুরের মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন ৷ তার জন্যই আজ আমি এই সুজাতা হতে পেরেছি ৷ আমার বিশ্বাস আগামীদিনে আমার প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা দিদি আমায় নেত্রী তৈরি করবেন ৷

শুভেন্দুর বিজেপি যোগের জেরেই কি তৃণমূলে যোগ দিলেন সুজাতা ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুজাতা শুভেন্দুর নাম না করে বলেন, যে দল থেকে সুযোগ-সুবিধা ভোগ করে এলাম, সেই দলকে অন্য অনেক সুযোগসন্ধানী নেতাদের মতো দিনের পর দিন, মাসের পর মাস ঝুলিয়ে রাখলাম। আর দলের দুঃসময়ে অপর দলে ঝাঁপ মারব সেই মানসিকতার লোক আমি না ৷ পচা আলুরা যদি আজ তৃণমূলে থাকাকালীন খারাপ হতে পারে আর যখন তারা ভারতীয় জনতা পার্টিতে যায় তখন ফ্রেশ !

সুজাতা আরও বলেন, দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভালো ৷ উনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন ৷ আমাদের মুখ্যমন্ত্রী একজন ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনিই আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ৷ আমি ধান্দাবাজ, লোভী মানুষদের নাম মুখে আনতে চাই না ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*