তফসিলি জাতি নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই নেত্রীকে জবাব দিতে নির্দেশ দিয়েছে কমিশন।
কিছুদিন আগে তফসিলি জাতিদের নিয়ে সুজাতার মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। দিন কয়েক আগে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ বলেছিলেন, ‘কেউ থাকে স্বভাবে ভিখারি, কেউ থাকে অভাবে ভিখারি। এখানকার তফসিলিরা হচ্ছে স্বভাবে ভিখারি। এদের মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে দিয়েছে তারপরও তারা BJP-র সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে আমাদের উপর অত্যাচার করছে।’ এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। সুজাতা খাঁ-র মন্তব্যের কড়া সমালোচনা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠেও। এই মন্তব্য নিয়ে তৃণমূলকে তুলোধনা করে বিরোধী দলগুলি।
এবার এই মন্তব্যে পরিপ্রেক্ষিতেই তাঁকে শো-কজ করল কমিশন। তাঁর জবাবে সন্তুষ্ট না হলে সেক্ষেত্রে কিছুদিনের জন্য তাঁর থেকে ‘স্টাপ ক্যাম্পেনারের’ তকমা ছিনিয়ে নেওয়া হতে পারে।
Be the first to comment