করোনাকে জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মন্ত্রী সুজিত বসু

Spread the love

রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর করোনার পরীক্ষার ফল পজিটিভ এল দিনকয়েক আগেই। তিনিই রাজ্যের প্রথম মন্ত্রী যাঁর শরীরে করোনা ধরা পড়েছিল। করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী ও দুই পরিচারিকাও। তারপর থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মন্ত্রী। কিন্তু সকলকে নিশ্চিন্ত করে শুক্রবার করোনাকে জয় করে বাড়ি ফিরলেন তিনি। তবে, হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত ১৪ দিন হোম আইসোলেশনে থাকবেন তিনি।

করোনা ধরা পড়ার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কোনও উপসর্গও ছিল না। কিন্তু দিন দুই পরেই জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হন রাজ্যের দমকলমন্ত্রী। অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, ফুসফুসে সংক্রমণ থাকায় এবং রক্তে সুগারের মাত্রা বেশি বলেই ভর্তি হয়েছি। এখন ঠিক আছি। হাসপাতাল সূত্রের খবর, ভর্তি করা হলেও স্থিতিশীলই ছিলেন মন্ত্রী।

কিন্তু আত্মীয়-স্বজন, দলের নেতা-কর্মীদের কিছুতেই চিন্তা কাটছিল না। অবশেষে শুক্রবার এল সুসংবাদ। এদিন তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠ হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁকে নিয়ে যাওয়ার জন্যে। মাস্ক পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসার মুখে সাংবাদিকদের কিছু না বললেও সকলকে নমস্কার করে গাড়িতে ওঠেন তিনি।

তবে সুজিত বসু সুস্থ হয়ে উঠলেও বাংলার করোনা পরিস্থিতি অবশ্য ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। শুক্রবার নয়া আক্রান্তের সংখ্যা সাড়ে ৪০০ ছাড়িয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। আরও ৯ জন করোনা-আক্রান্তের মৃত্যু হয়েছে এ রাজ্যে। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জন। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল দশ হাজার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*