করোনা রুখতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা নিয়ম মেনে চলতে হচ্ছে। করোনা সতর্কতার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল কালীঘাট মন্দির। তবে বর্তমানে বিধি কিছুটা শিথিল হওয়ার জেরে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত মন্দির খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু আলিপুরের জেলা বিচারকের নির্দেশ মেনে কেবলমাত্র মূল মন্দিরের বারান্দা থেকে প্রতিমা দর্শন করতে পারবেন ভক্তরা।
কিন্তু এত নিয়ম থাকা সত্ত্বেও সন্ধ্যার পর কালীঘাট মন্দিরের একেবারে গর্ভগৃহে ঢুকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু পুজো দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু পুজোই দেননি, সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্টও করেছেন বলে খবর। আর এখানেই প্রশ্ন উঠছে করোনা বিধি মেনে চলার ব্যাপারে, সন্ধ্যার পর কালীঘাট মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে মন্ত্রীদের কি ছাড় রয়েছে?
বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, ‘তৃণমূলের সাধারণ কর্মীরাই আইন মানেন না। সেখানে মন্ত্রী হয়ে সুজিত বসু আইন মানবেন কেন? রাজ্য সরকারের বিধি রাজ্যের মন্ত্রীই লঙ্ঘন করেছেন।’ মন্দিরের সেবায়েত কাউন্সিলের সম্পাদক দীপঙ্কর চট্টোপাধ্যায় বলেন,’ ফেসবুকে মন্ত্রীর পুজো করার ছবির বিষয়ে মন্দির কমিটিকে জানিয়েছি। তা হলে তো মন্দিরের নির্দেশাবলী লঙ্ঘন করা হয়েছে বলতে হয়।’
এদিকে গোটা ঘটনায় সংবাদমাধ্যমের কাছে মন্ত্রীর দাবি,’ আমি অনুমতি নিয়েই পুজো করেছি।’ কিন্তু কার কাছে থেকে তিনি অনুমতি নিলেন, কেনই বা তাঁকে নিয়ম ভাঙার অনুমতি দেওয়া হল তা নিয়ে কিছু জানা যায়নি।
Be the first to comment