নিহত সাংবাদিক বুখারির সন্দেহভাজন হত্যাকারীদের ছবি প্রকাশ করল জম্মু কাশ্মীর পুলিশ

Spread the love

নিহত সাংবাদিক সুজাত বুখারির সন্দেহভাজন হত্যাকারীদের ছবি প্রকাশ করল জম্মু কাশ্মীরের পুলিশ। তিনজন বাইক আরোহীর দুটি ছবি। সিসিটিভিতে ধরা পড়েছে এই ছবি। বাজাজ পালসার মোটরবাইকের আরোহীদের মুখ ঢাকা। একজনের মাথায় হেলমেট। এদের সনাক্তকরণের জন্য আবেদন জানানো হয়েছে নাগরিকদের কাছে। শ্রীনগরের সিটি সেন্টারের প্রেস এনক্লেভে তাঁর সংবাদপত্রের অফিসের বাইরে জঙ্গিদের হাতে বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ খুন হয়েছেন।

দ্য হিন্দু কাগজের দীর্ঘদিনের সংবাদদাতা অফিস থেকে বেরিয়ে তাঁর নিজের গাড়িতে উঠতেই আততায়ীরা গুলি চালায়। জখম হন তাঁর দুই দেহরক্ষীও। ২০০২ সালে তাঁর ওপর হামলার পর তাঁকে দেহরক্ষী দেওয়া হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বুখারির। তিনি রাইজিং কাশ্মীর ইংরেজি সংবাদপত্রেরও সম্পাদক ছিলেন। এখনও কোনও জঙ্গিগোষ্ঠী এই হত্যার দায় নেয়নি।

তবে পাক স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে এই হত্যার নিন্দা করেছে। বলেছে, দায়িত্ববান সাংবাদিক বুখারির হত্যার নিন্দার ভাষা নেই। বুখারির স্ত্রী ও এক পুত্র ও কন্যা রয়েছে। কাশ্মীরে বহু শান্তি উদ্যোগে জড়িত ছিলেন বুখারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*