
রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘শাহ’র পুলিশের হাতেই গ্রেফতার বিজেপির প্রতিমন্ত্রী তথা বাংলার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুপ্রিম নির্দেশে চাকরিহারা রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। এরই প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। সুতরাং অমিত শায়ের পুলিশের হাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গ্রেপ্তার হতেই উঠল প্রশ্ন।
শুক্রবার নিয়োগ দুর্নীতি নিয়ে দিল্লিতে বঙ্গভবনের সামনে তুমুল বিক্ষোভে শামিল হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, খগেন মুর্মুরা। তাঁদের সেই বিক্ষোভের খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হন দিল্লি পুলিশ। তাঁদের সকলকেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক অফিসারের দপ্তরে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল করে। প্যানেল বাতিল হতেই ফুঁসে ওঠেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এদিন বিক্ষোভ দেখানোর আগে, দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘ভারতের বিচার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবে।’ অন্যদিকে, গতকাল শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানিয়ে ছিলেন, রামনবমী শেষ হলেই চলতি মাসে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি হবে। নবান্ন অভিযান হবে। এই অভিযানের একটাই উদ্দেশ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ।’
Be the first to comment