শনিবার সকালে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তারপর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়কে। এসব সকালে হওয়ার আগে শুক্রবার গভীর রাতেই প্রথম আটকটা সেরে ফেলেছিল কেন্দ্রীয় এজেন্সি। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক সুকান্ত আচার্য।
জানা গিয়েছে, সুকান্তকে নিউ ব্যারাকপুরের ৭ নম্বর গেট এলাকা থেকে আটক করেছে ইডি। শুক্রবার সকাল থেকে বাংলার বিভিন্ন প্রান্তে এসএসসি দুর্নীতির তদন্তে তল্লাশি চালিয়েছিল ইডি। একটি টিম পৌঁছেছিল সুকান্তর বাড়িতেও। তারপর দিনভর জেরা করার পর গভীর রাতে তাঁকে আটক করা হয়।
সুকান্ত এর আগে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন। তাছাড়া এসএসসি দফতর আচার্য সদন সিল করার দিনেও সিবিআই তাঁকে ডেকে পাঠিয়েছিল। দেখা গেল আদালতের নির্দেশে সিবিআই কোনও কড়া পদক্ষেপ না নিলেও আচমকা হানা দিয়ে ইডি সেটা করে ফেলল।
গতকাল যে যে জায়গায় ইডি হানা দিয়েছিল তার মধ্যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িও ছিল। কিন্তু পরেশ কলকাতায় ছিলেন। কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে মেখলিগঞ্জ থেকে বেরিয়ে যান ইডি অফিসাররা।
আবার কলকাতায় প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের বাড়িতে হানা দিয়েছিল ইডি।
তবে এই পার্থ, অর্পিতা, সুকান্ত বাদ দিয়ে আর কাউকে গ্রেফতার বা আটক করার খবর এখনও পাওয়া যায়নি।
Be the first to comment